২৯ মার্চ, ২০২৪

Madox Square: দু'বছর পর ফের পুরনো ছন্দে ম্যাডক্সের আড্ডা, প্রতিমা থাকছে সাবেকি-ই
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-20 21:11:41   Share:   

কলকাতা শহরের দুর্গাপুজোর হৃৎপিণ্ড ম্যাডক্স স্কয়ার। খাওয়া দাওয়ার সঙ্গে মণ্ডপের সামনে অনেকটা ফাঁকা জায়গায় জমিয়ে গল্পগুজব। আড্ডাপ্রিয় বাঙালী আর কী চাই! তাই দুর্গা পুজোতে ঠাকুর দেখতে দেখতে ম্যাডক্স স্কোয়ারে ঢুঁ মারেন না এমন বাঙালী খুঁজে পাওয়া দুষ্কর। গল্প করতে করতে কত হৃদয়ের আদানপ্রাদান, কত প্রেম পেয়েছে পরিণতি। দু'বছর অতিমারিতে ফাঁকাই ছিল পুজো মণ্ডপ। এবারে আবার নিজের ছন্দে ফিরতে চলেছে ম্যাডক্সের আড্ডা। আশাবাদী পুজো উদ্যোক্তারা।

থিমের পুজোয় বিশ্বাসী নয় এই পুজো কমিটি। বরাবরই ম্যাডক্স স্কোয়ারের মণ্ডপে শোভা পায় সাবেকি প্রতিমা। এবারেরও সেই রীতি মেনেই তৈরি হচ্ছে প্রতীমা। তবে উদ্যোক্তাদের মতে  এবারের শারদোৎসবে বেশকিছু নতুন চমক থাকছে মণ্ডপে। আর ঊষা লগ্নে ঢাকের শব্দে উপস্থিত তরুণ-তরুণীদের নাচ ম্যাডক্সের আলাদা ইউএসপি। এমনটাই জানান এক পুজো উদ্যোক্তা।



Follow us on :