২৩ এপ্রিল, ২০২৪

Immersion: মণ্ডপে মণ্ডপে প্রার্থনা, 'আবার এসো মা', কড়া নজরদারিতে ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-05 13:05:54   Share:   

মর্ত্যে চার দিনের উৎসব (Durga Puja 2022) শেষে মায়ের এবার শ্বশুরভিটে ফেরার পালা। নীলকণ্ঠ পাখি উড়িয়ে ইতিমধ্যে কৈলাসে বার্তা পাঠানো হয়েছে। সন্তান-সন্ততি নিয়ে ফিরছেন ঘরের মেয়ে উমা। তাই রীতি মেনে দশমী পুজোর পর ঘট নাড়িয়ে, দর্পণে বিসর্জন (Idol Immersion)। মাকে শেষ বিদায় জানানোর আগে ধুনুচি নাচ এবং সিঁদুর খেলায় মেতেছে একাধিক বারোয়ারি ও বনেদি বাড়ির মহিলারা। মণ্ডপে মণ্ডপে একটাই প্রার্থনা 'আবার এসো মা'। বুধবার বেলা বাড়তেই বাড়তেই একটার পর একটা প্রতিমাকে কলকাতার একাধিক গঙ্গার (Ganga Ghat) ঘাটে নিয়ে আসা হয়।


আগে থেকেই প্রস্তুতি সেরেছে পুলিস। তাই বিসর্জনের কোনও প্রকার অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর প্রশাসন। শোভাবাজার রাজবাড়ি থেকে বাগবাজার সর্বজনীনের মতো একাধিক বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন আজকেই। শুধু কলকাতা নয় জেলার একাধিক পুজোয় এদিন বিসর্জন। এদিকে, বুধবার সকাল থেকেই টাকিতে প্রতিমা নিরঞ্জন দেখতে মানুষের ভিড়। ইচ্ছামতী নদীতে দুই বাংলার ভাসান দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ। এপারে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় মোড়া ছিল। বসিরহাট জেলা পুলিস এবং সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র যৌথ নজরদারিতে সকাল থেকেই চলছে নিরঞ্জন। নদীবক্ষে হোভারক্র্যাফটে চেপে চলেছে নজরদারি। পুলিস সূত্রে খবর, টাকি পুরসভা যে পুজোর তালিকা পাঠিয়েছে, সেই পুজোগুলোকে ভাসানের অনুমতি দেওয়া হবে। তার বাইরে কেউ অনুমতি পাবে না।

   


Follow us on :