২৯ মার্চ, ২০২৪

Bengal Corona: গত ৪৮ ঘণ্টায় হেরফের নেই করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যুতে
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-09 21:28:30   Share:   

গত ২৪ ঘণ্টায় রাজ্যে খুব একটা হেরফের হয়নি দৈনিক করোনা আক্রান্ত (Bengal Corona) এবং মৃত্যু সংখ্যায়। ২৪ ঘণ্টায় সংক্রমিত ২০৪ জন, মৃত এক। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন (Recovery) ২২০ জন, সুস্থতার হার ৯৮.৮৯%। রাজ্যে এই মুহূর্তে পজিটিভিটি রেট (Positiovity Rate) ২.৫২%। 

এদিকে, বৃহস্পতিবার রাজ্যে একধাক্কায় সামান্য কমেছে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছিলেন ২০৫ জন, মৃত এক। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৯ জন, সুস্থতার হার ৯৮.৮৯%। পজিটিভিটি রেট সামান্য কমে দাঁড়িয়েছিল ২.৪১%।

এদিকে, তবে কি বিদায় নিতে চলেছে করোনা মহামারী? টানা কয়েকদিনের নিম্নমুখী গ্রাফ দেখে এই প্রশ্নই এসেছিল দেশবাসীর মনে।  যদিও বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এখনই সেরকম কোনও সুখবর শোনাতে পারছেন না। এর থেকেই স্পষ্ট, এখনই বিদায় নয় করোনা ভাইরাস নামক মহামারীর। অপরদিকে, ফের ঊর্ধ্বমুখী ছিল দেশের কোভিড গ্রাফ। বৃহস্পতিবার মৃত্যুসংখ্যাও অনেকটা বেড়েছে। তবে কম ছিল অ্যাকটিভ কেস ও পজিটিভিটি রেট। বৃহস্পতিবারও দেশের দৈনিক সংক্রমণ এক লাফে বাড়ায় উদ্বেগ বাড়ে দেশবাসীর।


Follow us on :