২৯ মার্চ, ২০২৪

Corona India: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ, পুজোর আগে চিন্তায় দেশবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-15 11:10:44   Share:   

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দীর্ঘ দু'বছর করোনা মহামারীর (Coronavirus) দাপটে আনন্দ উৎসব থেকে দূরে থাকলেও, এবারে সামান্য স্বস্তি তাতে। তবে বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। এখনই বিদায় নয় করোনা ভাইরাস (Covid-19) নামক মহামারীর। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কমছে অ্যাকটিভ কেস ও  (Active Case) পজিটিভিটি রেটের (Positivity Rate) ক্ষেত্রে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৪২২ জন। যা বুধবার ছিল ৫ হাজার ১০৮ জন। গতকালের তুলনায় অনেকটা বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। যা বুধবারের থেকে মৃত্যুসংখ্যা বেশি, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ২৫০ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ২.০৪ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৮৯ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৪১ হাজার ৮৪০ জন করোনামুক্ত হয়েছেন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫,৭৪৮ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৫ কোটি ৯৮ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই ৩১ লক্ষের বেশি জন টিকা পেয়েছেন।

উল্লেখ্য,  রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির রিপোর্ট দেখলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে এখনও কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৭৬৬। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে তামিলনাড়ু (৪২৬), মহারাষ্ট্র (৪১৪), কর্নাটক (৩১৭),ওড়িশা (১৯৪) এবং ছত্তীশগঢ় (১২১)।


Follow us on :