২৪ এপ্রিল, ২০২৪

Bengal Corona: একদিনে সামান্য বেড়ে করোনা সংক্রমণ দুশো পার, বাড়ল পজিটিভিটি রেটও
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-13 21:34:36   Share:   

রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ (Coronavirus)। তবে হেরফের ঘটেনি ২৪ ঘণ্টার মৃত্যু সংখ্যায়। একদিনে সংক্রমিত ২২৯ জন, মৃত এক। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৫ জন, সুস্থতার হার ৯৮.৮৯%। পজিটিভিটি রেট বা আক্রান্তের হার সামান্য বেড়ে ৩.০৩%। এদিকে, দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দীর্ঘ দু'বছর করোনা মহামারীর দাপটে আনন্দ উৎসব থেকে দূরে থাকলেও, এবারে সামান্য স্বস্তি তাতে। কিছুটা নিম্নমুখী কোভিড গ্রাফ।

তবে এখনই বিদায় নয় করোনা ভাইরাস (Covid-19) নামক মহামারীর। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কমছে অ্যাকটিভ কেস ও (Active Case) পজিটিভিটি রেটের (Positivity Rate) ক্ষেত্রে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩৬৯ জন। যা সোমবার ছিল ৫ হাজার ২২১ জন। গতকালের তুলনায় অনেকটা কম। একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের। যা সোমবারের থেকে মৃত্যুসংখ্যা সামান্য বেশি, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ১৮১ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.২৫ শতাংশ।


Follow us on :