২৬ এপ্রিল, ২০২৪

Corona Bengal: দেবীপক্ষের সূচনায় চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাস, বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-25 19:49:49   Share:   

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। উত্সবমুখী বাঙালিদের এখন বড় প্রশ্ন, তবে ফের কি চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস? ফের সংক্রমণ বাড়তে পারে এই পুজোতে? পুজোর কয়েকদিন আগেই রাজ্যে বাড়ল করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Covid-19)। একদিনে সংক্রমিত ৩৭৪, মৃত এক (Death)। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০২ জন, সুস্থতার হার ৯৮.৮৪%। বাংলায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ৫.৩১%।

অন্যদিকে রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭৭৭ জন। যা শনিবারও ছিল ৪ হাজার ৯১২। সংক্রমণ সামান্য নিম্নমুখী তা স্পষ্ট। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৫১০ জন।

রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৩ হাজার ৯৯৪ জন। আগের দিনের থেকে প্রায় শ’পাঁচেক কমেছে এই অ্যাকটিভ কেস। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪৫ লক্ষ ৬৮ হাজার ১১৪ জন করোনামুক্ত হয়েছেন।


Follow us on :