
আজকের শীর্ষ খবর
দেশ | 9 hours ago

দেশ | 8 hours ago

খেলাধুলা | 7 hours ago

মিশন নবান্ন | 7 hours ago

মিশন নবান্ন | 6 hours ago

দেশ | 6 hours ago

দেশ | 5 hours ago
একুশের কড়চাআরও পড়ুন

অবশেষে বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি বাংলার প্রচারে এলেন। সংযুক্ত মোর্চার হয়ে তিনি উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এবং জলপাইগুড়ির মাটিগাড়া-নক্সালবাড়িতে জনসভা করলেন। অবশ্য এই দুই কেন্দ্রেই জোটের প্রার্থী কংগ্রেসের। রাহুলের ভাষণের সিংহভাগই ছিল বিজেপি এবং নরেন্দ্র মোদির সমালোচনা। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশি মুখ খুললেন না। রাহুল প্রশ্ন তোলেন, দেশের জন্যই কিছু করেননি প্রধানমন্ত্রী তিনি বাংলার জন্য কি করবেন? তাঁর কণ্ঠে বারবার মোদির ব্যবসায়ী বন্ধু এবং তাঁদের হাতেই দেশ ইত্যাদি অভিযোগ উঠে এসেছে।
রাহুল বলেন বিজেপি বলছে সোনার বাংলা গড়বে কিন্তু ভারতের এই অবস্থা এরকম কেন? ৭ বছরে তিনি কি কি করেছেন? তিনি মানুষকে সতর্ক হতে বলেন| পঞ্চম দফার প্রচারে বঙ্গে এসে রাহুল গান্ধির দাবি, বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। বাংলাকে বাঁচাতেই এসেছি। তৃণমূলনেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, মমতা’জি বলেন, ভোটের সময় খেলা হবে। খেলা খেলতে গেলে তো রাস্তায় হবে। এখানে কলেজে-বিশ্ববিদ্যালয়ের ময়দানে খেলা হবে। সেটা তো আপনি দেবেন না। তবে রাহুল এদিন বেশিরভাগ সময়ই বিজেপিকে আক্রমণ করে গেলন, তাঁর দাবি, বিজেপি বাংলায় ধর্মের বিভাজন করছে। পক্ষান্তরে মমতা এবং তৃণমূলের বিষয়ে প্রায় সেরকম মুখ খুললেন না। তবে কি নজর আগামী দিনে? প্রশ্ন বাংলার রাজনৈতিক মহলে।








কলকাতাআরও পড়ুন

বিমানে কলকাতায় আসতে গেলে অবশ্যই লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট
3 hours ago
ভোট ক্লান্ত মানুষের নজরে এখন করোনা
yesterday
বাগুইহাটির পরিত্যক্ত গাড়িতে বিধ্বংসী আগুন
2 days ago
করোনা বাড়াচ্ছে উদ্বেগ, পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নবান্নের
2 days agoখেলাধুলা
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের খেলায় অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। মঙ্গলবার রাতে দুটি খেলা ছিল। একদল জিতেও ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে অন্য ম্যাচে হেরেও একদল চলে গেল সেমি ফাইনালে। প্রথম ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখী হয়েছিল ফ্রান্সের প্যারিস সাঁ জাঁ (পিএসজি)। প্রথম পর্বের খেলায় পিএসজি ৩-২ গোলে জিতেছিল অ্যাওয়ে ম্যাচে। ফলে এদিন বাইরের মাঠে যথেষ্ট চাপ নিয়ে মাঠে নেমেছিল জার্মান জায়ান্ট বায়ার্ন। কারণ তাঁদের সেমি ফাইনালে উঠতে হলে পরিস্কার ২-০ গোলে জিততে হত। এদিন শুরু থেকেই গোলের জন্য ঝাঁপালেও রবার্ট লেওনডস্কিহীন বায়ার্ন এক গোলের বেশি করতে পারল না। ফলে ম্যাচ জিতেও অ্যাওয়ে গোলের জন্য গতবারের চ্যাম্পিয়নরা ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ৪০ মিনিটে এরিক ম্যাক্সিমের গোলে এগিয়েও যায় বায়ার্ন। তবে ম্যাচের বাকি সময় শত চেষ্টা করেও আরও এক গোল করতে পারেনি জার্মান ক্লাব। তবে এদিনের ম্যাচে কপাল খারাপ ছিল পিএসজি-র ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার ডি সিলভার। তাঁর দুটি শট বার পোস্টে লেগে ফেরে। না হলে আরও বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত বায়ার্নকে।