
আজকের শীর্ষ খবর
দেশ | 9 hours ago

দেশ | 8 hours ago

খেলাধুলা | 8 hours ago

মিশন নবান্ন | 7 hours ago

মিশন নবান্ন | 6 hours ago

দেশ | 6 hours ago

দেশ | 5 hours ago
একুশের কড়চাআরও পড়ুন

দেশজুড়েই করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। তার ধাক্কা এই রাজ্যেও এসে পৌঁছেছে নিঃশব্দে। ভোটমুখী বঙ্গেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে বেনজির সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। বাকি তিন দফার নির্বাচনে তাঁরা আর কোনও বড় সভা-সমাবেশ করবে না। বরং বাড়ি বাড়ি প্রচার এবং সোশাল মিডিয়ায় প্রচারের ওপরই ভরসা করবে বামফ্রন্ট। উল্লেখ্য কোভিড আহবে এই প্রথম কোনও রাজনৈতিক শিবির এই ধরণের সিদ্ধান্ত নিল। বুধবারই আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করেন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তিনিই এই সিদ্ধান্তের কথা জানালেন। সেলিম বললেন, ‘চার দফায় ভোট হয়ে গিয়েছে। পঞ্চম দফার ভোট প্রচারও শেষ লগ্নে। তাই আগামী দফার নির্বাচনের প্রচারে বড়সড় ভিড় না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। হইচই পাকানোর মতো কিছুই করা হবে না। বরং বহৎ প্রচারে না গিয়ে মানুষকে সচেতন করার ওপর জোর দেব আমরা’।
পাশাপাশি বিগত সময়ে কোভিড পরিস্থিতিতে যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছিলেন পার্টি সদস্যরা সেভাবেই এবার পরিষেবা দেওয়া হবে। দুর্গতদের বাড়িতে রেশন ও খাবার পৌঁছে দেওয়া হবে বলেই জানান মহম্মদ সেলিম। তিনি আরও জানিয়েছেন, শেষ তিন দফার নির্বাচনে কোভিডবিধি মেনে মূলত বাড়ি বাড়ি গিয়েই প্রচার করবেন প্রার্থীরা। সে ক্ষেত্রে যাঁরা যাবেন তাঁদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। তবে সেলিম আরও জানিয়েছেন, নেট মাধ্যম বা সোশাল মিডিয়াতে প্রচারেই জোর দিচ্ছে বাম দলগুলি। এছাড়া সামাজিক দূরত্ব মেনে এলাকায় এলাকায় কয়েকটি বাড়ি নিয়ে ছোট ছোট বৈঠক করা হবে। মূলত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং রাজ্য সরকারের ব্যর্থতাই তুলে ধরা হবে প্রচারে। সেইসঙ্গে বিগত লকডাউনের প্রভাব নিয়েও প্রচার করে মানুষকে সচেতন করার চেষ্টা করবে বামফ্রন্ট।








কলকাতাআরও পড়ুন

বিমানে কলকাতায় আসতে গেলে অবশ্যই লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট
3 hours ago
ভোট ক্লান্ত মানুষের নজরে এখন করোনা
yesterday
বাগুইহাটির পরিত্যক্ত গাড়িতে বিধ্বংসী আগুন
2 days ago
করোনা বাড়াচ্ছে উদ্বেগ, পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নবান্নের
2 days agoখেলাধুলা
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের খেলায় অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। মঙ্গলবার রাতে দুটি খেলা ছিল। একদল জিতেও ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে অন্য ম্যাচে হেরেও একদল চলে গেল সেমি ফাইনালে। প্রথম ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখী হয়েছিল ফ্রান্সের প্যারিস সাঁ জাঁ (পিএসজি)। প্রথম পর্বের খেলায় পিএসজি ৩-২ গোলে জিতেছিল অ্যাওয়ে ম্যাচে। ফলে এদিন বাইরের মাঠে যথেষ্ট চাপ নিয়ে মাঠে নেমেছিল জার্মান জায়ান্ট বায়ার্ন। কারণ তাঁদের সেমি ফাইনালে উঠতে হলে পরিস্কার ২-০ গোলে জিততে হত। এদিন শুরু থেকেই গোলের জন্য ঝাঁপালেও রবার্ট লেওনডস্কিহীন বায়ার্ন এক গোলের বেশি করতে পারল না। ফলে ম্যাচ জিতেও অ্যাওয়ে গোলের জন্য গতবারের চ্যাম্পিয়নরা ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ৪০ মিনিটে এরিক ম্যাক্সিমের গোলে এগিয়েও যায় বায়ার্ন। তবে ম্যাচের বাকি সময় শত চেষ্টা করেও আরও এক গোল করতে পারেনি জার্মান ক্লাব। তবে এদিনের ম্যাচে কপাল খারাপ ছিল পিএসজি-র ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার ডি সিলভার। তাঁর দুটি শট বার পোস্টে লেগে ফেরে। না হলে আরও বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত বায়ার্নকে।