
আজকের শীর্ষ খবর

দেশ | 4 hours ago

কলকাতা | 4 hours ago

কলকাতা | 3 hours ago

লাইফস্টাইল | 3 hours ago

লাইফস্টাইল | 55 minutes ago

লাইফস্টাইল | 8 hours ago

খেলাধুলা | 7 hours ago
একুশের কড়চাআরও পড়ুন

ষষ্ঠ দফার ভোটে ব্যারাকপুরের দশ আসনেও ভোট হবে। এরমধ্যেই রয়েছে ভাটপাড়া, জগদ্দল এবং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র। যা নিয়ে রীতিমতো মাথাব্যাথা নির্বাচন কমিশনের। গতকালই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল চন্দ্র ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভোট নির্বিঘ্নে করানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন। এখানে রাখা হচ্ছে বাড়তি ৫টি QRT ভ্যান, এবং সবমিলিয়ে ১০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। তবুও ষষ্ঠ দফার ভোটের আগে মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর শিল্পাঞ্চল। দফায় দফায় বোমাবাজি হল ব্যারাকপুর, জগদ্দল ও কাঁচড়াপাড়ায়। সবমিলিয়ে উত্তপ্ত হল বিশাল এলাকা।
এমনকি বোমাবাজির ঘটনা ঘটল সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনেই। অর্জুন সিংয়ের দাবি, মঙ্গলবার রাতে তাঁর বাড়ির অদূরেই মেঘনা মোড়ে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার পর সাংসদের বাড়ির সামনে শুরু হয় পুলিসি তল্লাসি। ওই তল্লাসিকে ঘিরে পুলিসের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অর্জুন সিং। বিজেপি সাংসদের দাবি, পুলিশ প্রকৃত দুষ্কৃতীদের না ধরে সাধারণ মানুষকে জেলে ভরেছে। এই বোমাবাজির ঘটনা তারই প্রমাণ। তাঁর আরও দাবি, তল্লাশির নামে বাড়ির মহিলাদেরও মারধোর করেছে পুলিশ।