ব্রেকিং নিউজ
Delhi Airport: ৯/১১ আদলে হামলা, ফোনে হুমকির জের নিরাপত্তা দিল্লির বিমানবন্দরে
Home9Delhi Airport: ৯/১১ আদলে হামলা, ফোনে হুমকির জের নিরাপত্তা দিল্লির বিমানবন্দরে
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-09-11 14:20:18
৯/১১-এর আদলে সন্ত্রাসবাদী হামলা হবে। এমনই হুমকি দিয়ে দিল্লি বিমানবন্দরে এল ফোন। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি। সকাল থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ল দিল্লি বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে কয়েকগুণ বেড়ে গেল বিমানবন্দরের সতর্কতা। লন্ডনগামী বিমানটিতেও জোরদার তল্লাশি চালানো হয়েছে। কোথাও কোনও সন্দেহজনক জিনিস লুকিয়ে রয়েছে কি না। পুলিশ কুকুর এনে গোটা বিমানবন্দরেও চলেছে তল্লাশি। এছাড়া বিমানবন্দরে প্রবেশের মুখে সমস্ত গাড়ি, যাত্রীদের জিনিসপত্র পরীক্ষা করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
হুমকি ফোনের জেরে নয় এগারোর আতঙ্ক ফের দানা বাঁধছে সকলের মনে।এদিকে দিল্লি সূত্রে খবর, শুক্রবার রাতেই দিল্লির রানহোলা থানায় একটি ফোন আসে। হুমকির সুরে বলা হয়, লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান উড়িয়ে দেওয়া হবে, ঠিক যেভাবে আমেরিকায় নয় এগারো হামলা চালানো হয়েছিল, সেই কায়দায়।
অন্যদিকে, দিল্লি পুলিশের কাছেও এরকমই ফোন আসে বিভিন্ন নম্বর থেকে। তাতে হুমকি দেওয়া হয়েছিল, দিল্লি বিমানবন্দর ঘিরে ফেলা হবে। ফলে ফোন নম্বর চিহ্নিত করা একটু কঠিন হয়ে পড়ে তদন্তকারীদের কাছে। কুখ্যাত সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তিতে এ ধরনের হুমকি ফোন স্বভাবতই খুব গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ, গোয়েন্দারা।