Share this link via
Or copy link
শাহরুখ খানের পুত্র আরিয়ান খান জড়িয়ে পড়েছিলেন ক্রুজ মাদক মামলায় | গ্রেফতার হয়েছিলেন এ মাসের গোড়ায় | প্রায় ২৬ দিন আরিয়ানকে কাটাতে হল মুম্বইয়ের আর্থার জেলে | কোনও এক সময় বেআইনি অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিলেন অভিনেতা সঞ্জয় খান। প্রায় তিন বছর তাঁকে জেলে কাটাতে হয়েছিল | বিখ্যাত বাবাদের পুত্র-কন্যাদের নিয়ে এ এক মহা সমস্যা | সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর মুম্বই চলচ্চিত্র মহলে জানা গিয়েছিল, অনেক অভিনেতা-অভিনেত্রী নাকি এই শুষ্ক নেশায় জড়িত | নাম উঠে এসেছিল দীপিকা পাডুকোনেরও |
মুম্বই সিনেমার বিখ্যাত নায়িকা কঙ্গনা রানাউত টুইট এবং অন্যত্র জানিয়েছিলেন, এই রঙিন জগতে অনেক সেলিব্রিটিই ড্রাগের নেশায় আচ্ছন্ন | যদিও তাঁর কথাকে খুব একটা আমল দেওয়া হয়নি সেসময় | কিন্তু পরে কেন্দ্রীয় গোয়েন্দা পুলিশ এই বিষয়ে তদন্তে নামে | যদিও স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, এটি নাকি কেন্দ্রের চক্রান্ত এবং সেই কারণে মুম্বই চলচ্চিত্রের বাদশা শাহরুখ খানকে অপদস্থ করতেই এইসব কাণ্ড ঘটানো হচ্ছে | এরই মধ্যে জানা গিয়েছিল, কেন্দ্রীয় পুলিশের অন্যতম তদন্তকারী অফিসাররা নাকি ঘুষ চেয়েছিল শাহরুখ-পুত্রের কাছ থেকে |
নিম্ন আদালতে তদন্ত চালিয়ে যেতে বললেও উচ্চ আদালতে বৃহস্পতিবার আরিয়ানকে ১ লক্ষ টাকার বিনিময়ে জামিন দেওয়া হয় | জামিন পেলেও অনেক নিয়মের বেড়াজালে আবদ্ধ করে রাখা হয় আরিয়ানকে | জামিন ২৮ নভেম্বর হলেও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আরিয়ানকে আরও দুদিন জেলে থাকতে হয় | শনিবার সকালে তাঁকে ছাড়া হয় | শাহরুখ নিজে জেল থেকে পুত্রকে আনতে যান | তাঁর জামিনপত্রে সই করেন শাহরুখের বহু ছবির নায়িকা জুহি চাওলা | পরে শাহরুখকে ফোন করে সমবেদনা জানান সলমন খান এবং অক্ষয় কুমার | অন্যদিকে কয়েকশো মানুষ সকাল থেকে মন্নতের সামনে জড়ো হয় | তাদের সাথে ড্রাম ও অন্যান্য বাদ্যযন্ত্র ছিল | অবশ্য শিবসেনার বহু সমর্থকও হাজির হয়েছিল মান্নতের সামনে |