২৪ সেপ্টেম্বর, ২০২৩

এক ঐতিহাসিক সভা অভিষেকের: কুণাল
CN Webdesk      শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৩   Share:   

রবিবার আগরতলায় ছিল তৃণমূলের এক চ্যালেঞ্জের সভা | আজ ফের আগরতলায় উপস্থিত তৃণমূলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | এর আগে বারবার ত্রিপুরায় বাধাপ্রাপ্ত হয়েছিলেন অভিষেক | সি এন পোর্টালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পদক কুণাল ঘোষ জানালেন, এ এক ঐতিহাসিক সভা | আজ তিনটি ঘটনা ঘটেছে, যা স্মরণীয় ত্রিপুরা রাজনীতিতে |

কুণাল বলেন, আটকাতে পারলো কি ? গত কয়েকদিন ধরে অসংখ্য বিজেপি কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন | যোগ দিয়েছেন অনেকেই | আজ প্রথমত যোগ দিলেন বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা বিজেপি বিধায়ক আশিস দাস ও অন্যান্যরা | দ্বিতীয় ঘটনা অভিষেকের ভাষণ | দাগ কেটে গিয়েছে ত্রিপুরা জনতার মনে, জানালেন কুণাল |

অভিষেক আহ্বান জানিয়েছেন জনতাকে | তাঁদের কর্মক্ষেত্র থেকে আর যে যে সমস্যা রয়েছে, তা কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ অভিষেক | বিপ্লব দেব আজ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি আজ বিপ্লব নন, বিগ ফ্লপ। যে কথায় করতালিতে ফেটে পড়ে আগরতলার মানুষ | এতেই বোঝা যায় বিপ্লব কতটা জনপ্রিয়তা হারিয়েছে, জানালেন কুণাল ঘোষ | তৃতীয়ত পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করলেও আদালতের রায়ে আমরা সভা করে ফেললাম, বললেন কুণাল |


Follow us on :