ব্রেকিং নিউজ
Corona new relaxation জিম,যাত্রা ও শুটিংয়ে ছাড়, বইমেলা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি
Homecovid19Corona new relaxation জিম,যাত্রা ও শুটিংয়ে ছাড়, বইমেলা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-17 20:47:31
করোনার সংক্রমণ সোমবার অনেকটাই কমেছে। যদিও মৃত্যুসংখ্যায় এখনও লাগাম পড়েনি। এরকম একটা অবস্থায় বিধিনিষেধ ফের কিছুটা শিথিল করল নবান্ন। সোমবার সন্ধ্যায় এক নির্দেশিকায় জানানো হয়েছে, নয়া বিধি অনুযায়ী জিম খোলা যাবে। তবে শর্ত বেশ কয়েকটি। এক, ৫০ শতাংশ লোক থাকতে পারবে একসঙ্গে। দুই, ডাবল ডোজের টিকাকরণ থাকলে তবেই জিমে প্রবেশ করা যাবে। তিন, কর্মীদেরও ডাবল ডোজের টিকাকরণ মাস্ট। এসবের বাইরে কেউ আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট নিয়েও জিমে যেতে পারেন। চার, রাত ৯ টার পর জিম খোলা রাখা যাবে না।
নবান্ন ছাড় দিয়েছে যাত্রাতেও। খোলা মাঠে যাত্রানুষ্ঠানের আয়োজন করা যেতেই পারে। তবে দর্শক প্রবেশের অনুমতি থাকবে ৫০ শতাংশ। ইন্ডোর হলে সর্বোচ্চ ২০০ জন বা আসন সংখ্যার ৫০ শতাংশ, যেটি কম হবে। এছাড়া নবান্নের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে আউটডোর শুটিংয়েও।
উল্লেখ্য, এর আগে বিয়েবাড়িতে ২০০ জন একসঙ্গে হাজির থাকার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। খোলা মাঠে মেলা করাতেও ছাড় দিয়েছিল নবান্ন। এবার ছাড়ের ক্ষেত্র আরও বাড়ানো হল।
অন্যদিকে, কেটে গেল বইমেলা নিয়ে দুশ্চিন্তাও। ঠিক হয়েছে ৩১ জানুযারির পরিবর্তে বইমেলা হবে ২৮ ফেব্রুয়ারি, সেন্ট্রাল পার্কে।