ব্রেকিং নিউজ
Corona update west bengal রাজ্যে করোনা আক্রান্ত ১০ হাজারের নিচে, কমল না মৃত্যু
Homecovid19Corona update west bengal রাজ্যে করোনা আক্রান্ত ১০ হাজারের নিচে, কমল না মৃত্যু
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-17 20:07:03
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল। তবে শুধুমাত্র এই পরিসংখ্যানে আশ্বস্ত হওয়ার জায়গা রইল না। কারণ মৃত্যুসংখ্যায় এখনও লাগাম পড়েনি। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৯৫ জন। অর্থাৎ মাঝে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর আক্রান্তের সংখ্যা এই প্রথম দশ হাজারের নিচে নামল। কিন্তু ওই ২৪ ঘণ্টাতেই মৃতের সংখ্যা ৩৩। উল্লেখ্য, রবিবার ছুটির দিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৯৩৮, অর্থাৎ ১৫ হাজারের কাছাকাছি। আর মৃতের সংখ্যা ছিল ৩৬ জন। সেই হিসাবে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার কমলেও মৃতের সংখ্যা কমেছে মাত্র ৩। এটা এখনও পর্যন্ত উদ্বেগের অন্যতম কারণ বলাই যায়।
এদিন করোনার নমুনা পরীক্ষার চিত্রটাও উল্লেখ করার মতো। রবিবার নমুনা পরীক্ষার সংখ্যা ছিল প্রায় ৫৪ হাজার। সেই জায়গায় সোমবার তা কমে হয়েছে সাড়ে ৩৫ হাজারের মতো। অর্থাৎ পরীক্ষার সংখ্যা প্রায় ২০ হাজারের মতো কম। সেই হিসাবে আক্রান্তের সংখ্যা কম হবে, এটাই অঙ্কের সহজ নিয়ম। অথচ মৃত্যু সংখ্যা সেই হারে কমল না।
এদিন আরও একটি লক্ষ্যণীয় বিষয় হল, মৃত্যু সংখ্যায় কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১১ জনের, কলকাতায় মৃতের সংখ্যা ৭। আক্রান্তের সংখ্যায় কলকাতা এবং উত্তর ২৪ পরগনা প্রায় সমান, ১৯০০র কাছাকাছি। এরপরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হাওড়ায় ৫ জন।
সব মিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি এখনও যথেষ্টই উদ্বেগজনক জায়গায় রয়েছে। বিশেষত, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা নিয়ে চিন্তা সবচেয়ে বেশি।