ব্রেকিং নিউজ
corona update দেশে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী
Homecovid19corona update দেশে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-18 11:10:31
হু হু করে বাড়ছিল করোনা সংক্রমণ। পরপর সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা স্বস্তি দেশবাসীর। নিম্নমুখী দেশ ও রাজ্যের করোনার সংক্রমণের গাফ। তবে মৃত্যু সংখ্যা এখনও ধারা বজায় রেখেছে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছাবে বলে জানান বিশেষজ্ঞরা। প্রতিনিয়ত সতর্ক করছেন দেশবাসীকে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩১০ জনের। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫৭ হাজার ৪২১ জন। মোট করোনা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৫৩ লক্ষ ৯৪ হাজার ৮৮২ জন। এখনও অবধি দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১৭ লক্ষ ৩৬ হাজার ৬২৮ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১ জন। তবে স্বস্তি পজিটিভিটি রেটে। পরিসংখ্যান বলছে কিছুটা নিম্নমুখী পজিটিভিটি রেট, ১৪.৪৩ শতাংশ।
তবে বর্তমানে চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৯১ জন। যা সোমবারের তুলনায় ৮.৩১ শতাংশ বেশি। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে ১৫৮ কোটির বেশি ডোজ টিকা পেয়েছেন দেশবাসী। ভ্যাক্সিনেশনের পাশাপাশি জোর দেওয়া হয়েছে করোনার নমুনা পরীক্ষার উপর। সোমবার ১৬ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
পাশাপাশি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল। তবে মৃত্যুসংখ্যা এখনও কমেনি। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৯৫ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা এই প্রথম দশ হাজারের নিচে নামল। কিন্তু ওই ২৪ ঘণ্টাতেই মৃতের সংখ্যা ৩৩। উল্লেখ্য, রবিবার ছুটির দিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৯৩৮, অর্থাৎ ১৫ হাজারের কাছাকাছি। আর মৃতের সংখ্যা ছিল ৩৬ জন। সেই হিসাবে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার কমলেও মৃতের সংখ্যা কমেছে মাত্র ৩।