ব্রেকিং নিউজ
বাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন
Home9বাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-07-07 16:06:02
নয়াদিল্লিঃ আজ সন্ধ্যায় মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। নতুন মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক চলছে প্রধানমন্ত্রীর বাসভবনে। সূত্রের খবর, একাধিক নতুন মুখের আগমন ঘটতে চলেছে মোদীর নতুন মন্ত্রিসভায়।
একনজরে দেখে নিন, সম্ভাব্য নতুন মুখ
মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ, সম্ভাব্য নতুন তালিকা
১)নারায়ণ টাটু রাণে
২)সর্বানন্দ সোনওয়াল
৩)বীরেন্দ্র কুমার
৪)জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
৫)রামচন্দ্র প্রসাদ সিংহ
৬)অশ্বিনী বৈষ্ণব
৭)পশুপতি কুমার পারস
৮) কিরেন রিজুজু
৯ )রাজকুমার সিংহ
১০) হরদীপ সিংহ পুরী
১১) মনসুখ মান্ডব্য
১২) ভূপেন্দ্র যাদব
১৩) পরসোত্তম রুপালা
১৪ ) জি কিষেণ রেড্ডি
১৫)অনুরাগ সিংহ ঠাকুর
১৬)পঙ্কজ চৌধুরী
১৭ ) অনুপ্রিয়া সিংহ প্যাটেল
১৮ )সত্যপাল সিংহ বাঘেল
১৯ )রাজীব চন্দ্রশেখর
২০ )শোভা করন্ডালাজে
২১ )ভানুপ্রতাপ সিংহ বর্মা
২২) দর্শনা বিক্রম জারদোসা
২৩)মীনাক্ষী লেখি
২৪)অন্নপূর্ণা দেবী
২৫)এ নারায়ণস্বামী
২৬)কুশল কিশোর
২৭)অজয় ভট্ট
২৮)বি এল ভার্মা
২৯)অজয় কুমার
৩০)চৌহান দেবুসিন
৩১)ভগবত খুবা
৩২)কপিল মোরেশ্বর পাটিল
৩৩)প্রতীমা ভৌমিক
৩৪ )সুভাষ সরকার
৩৫) ভগবত কিষাণরাও কারাদ
৩৬)রাজকুমার রঞ্জন সিংহ
৩৭ )ভারতী প্রবীন পাওয়ার
৩৮)বীরেশ্বর টুডু
৩৯)শান্তনু ঠাকুর
৪০)মাঞ্জাপাড়া মহেন্দ্রভাই
৪১ )জন বার্লা
৪২) এল মুরুগান
৪৩ )নিশীথ প্রামাণিক
সূত্রের খবর, বাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন। এরা হলেন,শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও সুভাষ সরকার। আজ সন্ধেবেলায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নতুন মন্ত্রীরা। তবে এবারও মোদী সরকারে পূর্ণ মন্ত্রী পাচ্ছে না বাংলা।