কর্ণাটকঃ অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। দুপুরের পর রাজভবনে গিয়ে ইস্তফাপত্র দেবেন রাজ্যপালকে। কর্ণাটক সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিয়েই এই ঘোষণা করেন বিএস ইয়েদুরাপ্পা। নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে লিঙ্গায়েত নেতা মুরুগেশ নিরানি। এমনটাই সূত্রের খবর।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে কংগ্রেস ও জেডিএস মিলে জোট সরকার গঠন হয়। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। পরবর্তীতে দলবদলের জেরে কংগ্রেস-জেডিএস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। তখন সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা।
সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় ইয়েদুরাপ্পার উপর চাপ বাড়ছিল। পাশাপাশি দলের রাজ্য নেতৃত্বে রদবদলের দাবিও জোরালো হচ্ছিল। রাজনৈতিক মহলের মতে, তার জেরেই মুখ্যমন্ত্রিত্বের পদ ছাড়তে হচ্ছে ইয়েদুরাপ্পাকে।