Share this link via
Or copy link
আজ কার্গিল দিবস।সেইমত করে রাষ্ট্রপতির আজ অনেক পরিকল্পনা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দ্রাস সফর বাতিল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিকল্প হিসেবে কাশ্মীরের বারামুলার শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি। ১৯৯৯ সালে কাশ্মীরকে পাকিস্তানি দখলদারদের হাত থেকে বাঁচাতে ভারত-পাক সীমান্তে কারগিলের যুদ্ধ হয়ে উঠেছিল অবশ্যম্ভাবী।
জঙ্গিদমন, পাক সেনাবাহিনীর আগ্রাসন থেকে দেশের মাটি সুরক্ষিত করে রক্ত ঝরিয়েছেন বহু জওয়ান। আর তাঁদের প্রাণের বিনিময়েই কাশ্মীর সীমান্তে প্রতিবেশী দেশের উৎপাত কমেছে। সে অর্থে কারগিলের যুদ্ধ ভারতের প্রতিরক্ষার ইতিহাসে অত্যন্ত গরিমাময় এক অধ্যায়। বছর দুই আগেও কারগিল বিজয় দিবসে খারাপ আবহাওয়ার জন্যই বাতিল হয়েছিল তাঁর দ্রাস সফর. সেই একই ঘটনা ফের আরও একবার।