LATEST NEWS
29 May, 2023

Gangster: দিল্লির রোহিনী আদালতে গ্যাংস্টারের গুলিবৃষ্টি, মৃত ৬
CN Webdesk      শেষ আপডেট: ২০২১-০৯-২৪ ১৪:৩৭:৫০   Share:   

এবার ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল রাজধানী দিল্লিতে । রোহিনী কোর্টে গুলিবৃষ্টি কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগির বিরোধী গ্যাংয়ের। ওই ঘটনায় গোগি-সহ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ছয়জনের। এদিকে পুলিশ সূত্রে খবর, শুক্রবার রোহিনী কোর্টের ২০৭ নম্বর কক্ষে এদিন শুনানি চলছিল গ্যাংস্টার জিতেন্দ্রর। তখনই সেখানে বিরোধী গ্যাংয়ের দুই সদস্য আচমকা গুলি চালাতে শুরু করে। উকিল সেজে কোর্টে ঢুকে পড়েছিল হামলাকারীরা। তাদের গুলিতে আহত হয়ে ঢলে পড়ে জিতেন্দ্র। এলোপাথাড়ি গুলি চালানোর ফলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আরও বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গেই পালটা হামলা চালান আদালত কক্ষে মজুত পুলিশকর্মীরা।

কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। দিল্লির অন্ধকার জগতের অন্যতম নাম জিতেন্দ্র। অপহরণ, খুন-সহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে নিহত গ্যাংস্টারের বিরুদ্ধে। দিনে- দুপুরে এই ঘটনার জেরে আতঙ্কের সৃষ্টি হয়।এদিকে দিনদুপুরে খোদ দিল্লির বুকে এহেন ঘটনা নব্বইয়ের দশকের মুম্বইয়ের কথাকেই যেন মনে করিয়ে দেয়।সেই সময় ‘আন্ডারওয়ার্ল্ড’-এর রক্তাক্ত অভ্যন্তরীণ লড়াইয়ে লাল হয়ে উঠেছিল বাণিজ্যনগরীর পথ। তারপরই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অভিযান ও এনকাউন্টার পর্বে দয়া নায়কদের মতো পুলিশ অফিসারদের উত্থান।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :