পরীক্ষার্থীদের জন্য স্টাফ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। হাওড়া ডিভিশনে ২০টি এবং শিয়ালদহ ডিভিশনে ৪০টি ট্রেন বাড়ানো হবে।
উল্লেখ্য, ২৩ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যে বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এখন প্রশ্ন উঠেছে,৩১ জুলাইয়ের পরেও কি এই ট্রেনগুলো চালু থাকবে ?
সূত্রের খবর, পরীক্ষার পরও এই ট্রেনগুলো চালু থাকবে। এদিকে কিছু স্টেশন থেকে দৈনিক টিকিট দেওয়া হচ্ছে বলে খবর। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরাও দৈনিক টিকিট কাটতে পারবেন।
হাওড়ায় এই মুহূর্তে ১৫০ এর বেশি ট্রেন চলছে। শিয়ালদহে চলছে ৩৯০টি ট্রেন। বাড়তি ট্রেন চালু হলে এই আরও বাড়বে। ফলে কিছুটা যাত্রী দুর্ভোগ কমবে বলে মনে করছেন যাত্রীরা। করোনা পরিস্থিতিতে এখনও রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন।