ব্রেকিং নিউজ
Firhad Hakim: বঙ্গ ভঙ্গ চান না ববি হাকিম
Home26Firhad Hakim: বঙ্গ ভঙ্গ চান না ববি হাকিম
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-08-22 11:24:03
আজ রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরোসভার প্রশাসক ফিরহাদ হাকিম বরাবরই ধর্ম নিরপেক্ষ । তিনি যেমন ঈদ উৎসব পালন করেন তেমনই দূর্গা পূজা থেকে দোলউৎসব পালন করেন । আজ সকাল থেকেই ববি বেরিয়ে পড়েছেন রাখি উৎসব পালন করতে বেড়িয়েছেন । এমনিতেই তাঁর ক্লাব অগ্রণী রাখি উৎসব পালন করে আজও ব্যাতিক্রম নয় তারই । এলাকার মহিলারা এসে ববিকে রাখি পরাতে হাজির হয় সকাল থেকেই । তারপর চলে মিষ্টিমুখ ।
আজ রাখির দিন বড় না করে করোনা আবহকে মাথায় রেখে পালিত হয় উৎসব । ববি জানালেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব । এই রাজ্যে ধর্ম বচসার কোনও স্থান নেই । তিনি দাবি করেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন সম্প্রীতি রেখে উৎসব করতে । তিনি রবীন্দ্রনাথের কবিতা 'বাংলার মাটি, বাংলার ঝড় ' মনে করিয়ে বলেন সেদিন কবি বঙ্গ ভঙ্গ আটকাতে এই কবিতা লিখে রাখি বাঁধনের আহ্বান করেন । ববি বিজেপিকে সমালোচনা করে বলেন, এই মাটিতে এদের সংস্কৃতি চলবে না ।