এবার আয়কর বিভাগ তাদের দফতরের বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য আবেদন জানানোর কথা বলেছে। আয়কর ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি-টাস্কিং স্টাফ পদে আবেদন জানানোর জন্য বৃহস্পতিবারই শেষ দিন। আয়কর বিভাগ, ইউপি (পূর্ব) অঞ্চলে বিভিন্ন শূন্য পদে নিয়োগের যোগ্যতার মানদণ্ড পূরণ করেন এমন মেধাবী ক্রীড়াবিদদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। লক্ষ্যণীয় যে উত্তর পূর্বের রাজ্য, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, জম্মু ও কাশ্মীর এবং কেরালায় বসবাসকারী আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ৮ অক্টোবর, ২০২১-এর মধ্যে আবেদন করতে পারবেন।
আয়কর ইন্সপেক্টর পদে ৩টি, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে ১৩টি এবং মাল্টি-টাস্কিং স্টাফ পদে ১২টি শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ ২৮ টি। আয়কর ইন্সপেক্টর পদের জন্য যোগ্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অথবা সমমানের ডিগ্রী থাকতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একজন প্রার্থীর একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অথবা সমমানের ডিগ্রী থাকতে হবে এবং ডেটা এন্ট্রির ক্ষেত্রে প্রতি ঘন্টায় ৮,০০০ কী ডিপ্রেশন-এর গতি থাকতে হবে। মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য একজন প্রার্থীর একটি স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি পাস অথবা তারা সমমানের ডিগ্রি থাকতে হবে।