কলকাতাঃ ভারতীয় ডাকবিভাগে মাধ্যমিক পাশ যোগ্যতাতেই ডাকসেবক হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের পোস্ট অফিসগুলিতে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট। ২,৩৫৭ পোস্টে হবে এই নিয়োগ। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে আগামী ১৯ অগাস্টের মধ্যে।
আবেদনের খুঁটিনাটি জানুন-
পদঃ ডাকসেবক
স্থানঃ পশ্চিমবঙ্গ, কলকাতা
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতাঃ
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে। আবেদনকারীর দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা পাঠ্য হিসাবে থাকা বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমাঃ
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুসারেই বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতিঃ
চাকরিপ্রার্থীরা অনলাইনে https://indiapost.gov.in অথবা https://appost.in/gdsonline-এ আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তির তারিখঃ ২০ জুলাই থেকে অনলাইনে চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষদিনঃ ১৮ আগস্ট।
আবেদনের ফিঃ
১০০ টাকা আবেদনের ফি হিসাবে লাগবে।