শুরু হবে ১১ তারিখ থেকে। মানে ১১ আগস্ট। চলবে পাঁচদিন। মিলবে ৫০ শতাংশ ছাড়। কলেজ স্ট্রিটে এমনই আয়োজন। কীসে ছাড়? অবশ্যই বইয়ে। প্রকাশনী সংস্থা দে'জ এই আয়.দিন কয়েক বাদেই আসছে স্বাধীনতা দিবস। আর সে কথা মাথার রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দে'জ-এর সব বইয়ে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
১১-১৫ আগস্ট, বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।তবে তাঁদের মূল বিপণীতে নয়। এ জন্য বইপ্রেমীদের যেতে হবে বিদ্যাসাগর টাওয়ারে। করোনা বিধি মেনে হবে সব কিছু। জানাচ্ছেন দে'জ-এর কর্তা শুভঙ্কর দে (অপু)। তিনি জানান, কলজে স্ট্রিটে মোহিনীমোহন শাড়ির দোকানের পিছনে বইয়ের বাজার রয়েছে। অনেক বইয়ের ওপর ছবি এই ছাড়. কেন এই ছাড়? এখন তো প্রায় সব মূল খুলে দিচ্ছে।সবকিছুর পর একটা ছাড় থাকে। তাই এবার নয়া ভাবনায় বইপ্রেমীদের কথা ভেবে বইয়ের ওপর ছাড়.