উৎসব প্রায় শুরু হয়ে গেছে। মেতে উঠেছে আমজনতা। তবে পিছু ছাড়ছেনা সংক্রমণ। গত দুদিন সংক্রমণ কম থাকলেও ফের বৃহস্পতিবার একলাফে বেড়ে উঠল ।পরপর দু’দিন দৈনিক সংক্রমণ ২০ হাজারের নিচে থাকলেও এদিন তা ফের ২২ হাজারের গণ্ডি পেরিয়েছে।যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন, পুজোর মুখেই তৃতীয় ঢেউ আসার প্রবল সম্ভাবনা। শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়বে।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৪৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯৪ হাজার ৩১২। এদিকে দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ৩১৮ জন।
দীর্ঘদিন বাদে একদিনের মৃতের সংখ্যাটা তিনশোর গণ্ডি পেরল। যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এদিকে দেশজুড়ে চলছে টিকাকরণ। কেন্দ্রের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তৃতীয় ঢেউ আসার একটা থেকেই যাচ্ছে। সংক্রমণের চিন্তা বাড়াচ্ছে ফের । এখন দেখার সেটা কতটা প্রভাব ফেলে।