সপ্তাহের শেষেই দেশজুড়ে শুরু হচ্ছে উৎসবের মরশুম। আগামী এক মাস নানা উৎসব উদযাপন করবেন দেশবাসী। করোনা আবহে সেসব পালন নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারিও হয়েছে। তবে এসবের মধ্যেই দেশের কোভিড গ্রাফে বড়সড় পতন, যা বেশ আশাব্যঞ্জক। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৯৯ জন, মৃত্যু হয়েছে ১৮০ জনের। আর একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৬ হাজার ৭১৮ জন।
এদিকে সোমবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা করোনা সংক্রমণ, মৃত্যু অনেকটা কমে গিয়েছে। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগী ২ লক্ষ ৬৪ হাজার ৪৫৮। মারণ ভাইরাসের বলি দেশের মোট ৪ লক্ষ ৪৮ হাজার ৯৯৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ৩১ লক্ষ ২১ হাজার ২৪৭ জন।
চলতি সপ্তাহের শেষ, আগামী সপ্তাহের শুরু থেকেই দেশে উৎসবেকর মরশুম শুরু হয়ে যাবে পুরোদমে। গত বছরের মতো এবারও মেনে চলতেই হবে কঠোর করোনাবিধি। কিন্তু তার আগে দেশের কোভি গ্রাফের এই পতন কিছুটা আশ্বস্ত করেছে স্বাস্থ্যমহলকে।এদিকে তৃতীয় ঢেউ মোকাবিলা করতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।