চেন্নাইঃ গত পয়লা সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুতে খুলে দেওয়া হয়েছে স্কুল। ওই রাজ্যে বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য পুনরায় ক্লাস শুরু হয়েছে।
করোনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের অধিকাংশ স্কুল-কলেজ। করোনার প্রকোপ সামান্য কমতে, ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে স্কুল খুলতে শুরু করেছে। আর তারপরেই ঘটল বিপত্তি।
মাত্র কয়েক সপ্তাহ আগেই স্কুল খুলেছে তামিলনাড়ুতে। তাতেই প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর।
তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণণ একটি ওয়েবিনারের বক্তব্য রাখার সময় পরিসংখ্যান তুলে ধরে বলেন, স্কুল পুনরায় খোলার পর একাধিক ছাত্র-ছাত্রী করোনায় আক্রান্ত হলেও, পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়। স্বাস্থ্য দফতর সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছে।
অন্যদিকে কেরালায় স্কুল খুলে দেওয়ার পর কয়েক সপ্তাহে দুইটি স্কুলে ১৯২ জন ছাত্র এবং শিক্ষকের কোভিড ধরা পড়ে। তারপরই সাময়িক ভাবে ওই স্কুল দুইটি বন্ধ করে দেওয়া হয়।
একদিকে পশ্চিমবঙ্গে এতদিন অন্তর স্কুল খোলা নিয়ে চিন্তা ভাবনা করছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,পুজোর ছুটির পর স্কুল খোলার বিষয়টি এখনও ভাবনা চিন্তার স্তরে।