করোনা পরবর্তী দীর্ঘদিন ধরে ভুগছিলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। এরপর তাঁকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়ি। শেষমেষ মঙ্গলবার অর্থাৎ আজ সকালে হাসপাতালে প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। যদিও তার ফুসফুসের সমস্যা ছিলি। এরপর চিকিৎসকরা নানাভাবে চেষ্টা করেন। তবে শেষরক্ষা হলনা। এদিকে মে মাসে মুকুল রায় নিজেই করোনায় আক্রান্ত হন । জানা যায় তাঁর স্ত্রী ও এই মারণ ভাইরাসে আক্রান্ত।
এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিলোনা। ফুসফুস প্রতিস্থাপন করার পরামর্শ দেন চিকিৎসকরা। ধীরে ধীরে তাঁর অবস্থা খুবই খারাপ হয়। কিন্তু তাকে সুস্থ করার চেষ্টা করা হলেও শেষরক্ষা হলনা।তাঁকে আর ফেরানো গেলোনা বাড়ি।