ব্রেকিং নিউজ
এবার শহরে ভুয়ো মানবধিকার কমিশনের চেয়ারম্যান গ্রেফতার
Home20এবার শহরে ভুয়ো মানবধিকার কমিশনের চেয়ারম্যান গ্রেফতার
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-08-03 14:53:12
কলকাতা: শহরে এবার ধরা পড়ল ভুয়ো আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। একইসঙ্গে তাঁর গাড়ির চালক ও সঙ্গে থাকা দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। হিউম্যান রাইটসের লোগো লাগানো বিলাসবহুল গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। মঙ্গলবার তাদের বারাসত আদালতে তোলা হয়।
নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। ধৃতরা হলো তারক মণ্ডল নিউটাউনের বাসিন্দা, সত্যেন্দ্রনাথ যাদব বিহারের বাসিন্দা–সহ আরও দু’জন। মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হয়. এদিকে জানা যায়, তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত,এরপর যারা সমস্যার পড়ত তাদের সমস্যা মেটাতে টাকা নেওয়া হত. দিনের পর দিন এভাবে ভুয়ো চেয়াম্যান সেজে এই কাজ চালাত।শেষমেষ তাদের গ্রেফতার করা হয়. আজ আদালতে তোলা হল।