ব্রেকিং নিউজ
কলকাতায় এই প্রথম,একদিনে নিষ্পত্তি ৯২০ মামলা
Home20কলকাতায় এই প্রথম,একদিনে নিষ্পত্তি ৯২০ মামলা
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-08-15 12:34:35
কলকাতাঃ আদালতে বহুদিন ধরে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি। সেই লক্ষ্যেই শনিবার সিটি সিভিল কোর্টে অনুষ্ঠিত হয় এক অভিনব লোক আদালত। যা কলকাতায় এই প্রথম।
লালবাজার জানিয়েছে, মাত্র একদিনে নিষ্পত্তি হয়েছে ৯২০ জনের বিচারাধীন মামলার। চলতি বছরে আমাদের লক্ষ্যমাত্রা ১০ হাজার মামলার নিষ্পত্তি।
কলকাতা পুলিশের উদ্যোগে সবরকম সাহায্য করেছেন ব্যাঙ্কশাল কোর্টের প্রধান বিচারপতি, চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট, এবং অন্যান্য বিচারপতিরা। সাহায্য করেছেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি অর্থাৎ জেলা আইন পরিষেবা আধিকারিকরা এবং একাধিক আইনজীবী তথা পাবলিক প্রসিকিউটর। কলকাতা পুলিশের পরবর্তী লক্ষ্য আলিপুর এবং শিয়ালদা আদালতে।
এই পদক্ষেপের মূল অভিপ্রায়, আদালতে অনুমোদিত কিছু বিকল্প আইনি পদক্ষেপের সাহায্যে মামলার নিষ্পত্তি করা। এতে শুধু যে আদালতের ওপর চাপ কমবে তাই নয়, দ্রুততর হবে বাজেয়াপ্ত সম্পত্তির নিষ্পত্তি, এবং বাড়বে ‘কনভিকশন’ অর্থাৎ অপরাধীর দোষী সাব্যস্ত হওয়ার মাত্রাও।