ব্রেকিং নিউজ
Breaking New: কয়লাকাণ্ডে রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিং-কে তলব ইডি-র
Home20Breaking New: কয়লাকাণ্ডে রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিং-কে তলব ইডি-র
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-10-07 12:47:11
কলকাতাঃ কয়লাকাণ্ডে ফের আইপিএস জ্ঞানবন্ত সিং-কে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ১১ অক্টোবর ইডি-র দিল্লি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিং-কে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর জ্ঞানবন্ত সিং-কে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে ইডি-র অফিসাররা। প্রায় ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে। তার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফে নোটিস দেওয়া হয়েছিল,কিন্তু সেবার ইডি দফতরে হাজিরা দেননি আইপিএস জ্ঞানবন্ত সিং ।
সূত্রের খবর,এডিজি আইনশৃঙ্খলা থাকাকালীন কয়লা পাচার রুখতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? জ্ঞানবন্ত সিং-এর কাছে জানতে চায় ইডি।
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণার আগে থেকে কয়লা ও গরু পাচারকাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। বাংলা ও ভিন রাজ্যেও চলে তল্লাশি। পাশাপাসি কয়লাপাচারকাণ্ডের তদন্তে বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
প্রসঙ্গত, জ্ঞানবন্ত সিংয়ের আগে কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয়। তবে তাঁর বিষয়টি দিল্লি হাইকোর্টে বিচারাধীন।