ব্রেকিং নিউজ
Japan House: জাপানে পরিত্যক্ত বাড়ি বিক্রির হিড়িক
Home15Japan House: জাপানে পরিত্যক্ত বাড়ি বিক্রির হিড়িক
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-10-22 18:42:33
জাপান। বৈভব ও প্রাচুর্যের দেশ। জাতীয় আয়ের নিরিখে যা বিশ্বের শীর্ষ দেশগুলির অন্যতম। আর সেখানেই কিনা উলট পুরাণ!
যে ছবি দেখা গিয়েছিল ইতালিতে, সেই একই ছবি উঠে এল জাপানের কিছু এলাকায়। এক সমীক্ষায় প্রকাশ, জাপানেও অনেক বড় বড় বাড়ি পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। বাড়ি আছে, কিন্তু মানুষের বাস নেই। অনেকেই আছেন, যাঁরা সেদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন। তাই বাড়ি বিক্রি করে দিচ্ছেন অন্যের কাছে। কিংবা বহুতল বাড়ি ফাঁকা পড়ে থাকছে দিনের পর দিন।এইভাবে জাপানের বহু এলাকায় একাধিক বড় বড় বাড়ি থাকা সত্ত্বেও একেবারে জনশূন্য পরিস্থিতি। বিশেষত গ্রামাঞ্চলে এমন ছবি স্পষ্টতই উঠে আসছে। কিন্তু কেন এরকম হচ্ছে? বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথমত জনসংখ্যা অনেকটাই হ্রাস পাচ্ছে জাপানে। দ্বিতীয়ত, এযুগের তরুণ প্রজন্ম তাদের কাজের তাগিদে অন্য দেশে পাড়ি দিচ্ছে। যে কারণে জাপানের বহু এলাকায় অনেকটাই জনশূন্য পরিস্থিতি।
কিন্তু এসবই অনেকের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তথ্য অনুযায়ী, ২০১৮ সালে জাপানে প্রায় ৪ লক্ষ ৪৯ হাজার জনসংখ্যা কমে যায়। এইভাবেই দিনের পর দিন জনসংখ্যা কমে আসছে। তবে সেখানে কোনও বাড়ি যাতে না পড়ে না থাকে, সেই কারণে অনলাইনের মাধ্যমে বাড়ি বিক্রির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হচ্ছে। মনে করা হচ্ছে, এইভাবে যদি বাড়ি বিক্রিতে জোয়ার আনা যায় এবং আরও বেশি সংখ্যক মানুষ যদি বাড়ি কিনে সেখানে বসবাস করতে শুরু করেন, তাহলে পরিস্থিতি হয়তো অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে। যদিও এই পরিত্যক্ত বাড়িগুলি দিনের পর দিন পড়ে থাকছে। যার জেরে বলা যায়, কার্যত ভুতুড়ে বাড়িতেই পরিণত হচ্ছে। কেন হচ্ছে? একটাই কারণ, মানুষ থাকছে না। সেই কারণেই বিজ্ঞাপনের মাধ্যমে জাপানে বাড়ি বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।
কিন্তু এতকিছু করেও আদতে কি স্বাভাবিক ছন্দে ফিরবে জাপানের ওইসব এলাকা, প্রশ্ন থেকেই যাচ্ছে।