ব্রেকিং নিউজ
Jungal Tea Safari: পাহাড়ে জঙ্গল টি সাফারি চালু, পুজোতে বেরিয়ে পড়ুন!
Home14Jungal Tea Safari: পাহাড়ে জঙ্গল টি সাফারি চালু, পুজোতে বেরিয়ে পড়ুন!
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-08-31 12:31:03
ঘুরতে যেতে কে নাই ভালোবাসে। আর যদি সেটা হয় পাহাড়ি এলাকা। তবে করোনা পরিস্থিতির জেরে গত দেড় বছরে প্রায় এদিক-সেদিক যাওয়া মানুষের বন্ধ হয়ে গেছে। তবে এবছরে কিছুটা পরিস্থিতি স্থিতিশীল হতে মানুষজন বেরিয়ে পড়ছে তার পছন্দের মত পাহাড়ি এলাকায়। সমানেই উৎসবে মরসুম , বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে আজকাল অনেকেই কাজের চেইপ দীর্ঘদিনের পর নিজের মাইন্ড রিফ্রেস করতে পুজোতে ছুটি কাটাতে বেরিয়ে পড়ছে বাঙালিরা। তবে সামনেই তৃতীয় ঢেউ আসছে। যার ফলে চিন্তিটি বেশকিছুটা।
এবার আসা যাক পাহাড়ি এলাকা মানেই দার্জিলিং,নেপাল,ভুটান,সিকিম আরও অনেকে জায়গা আছে. তবে এবার পর্যটকদের কথা ভেবে ফের নতুন উপহার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। অত্যাধুনিক কোচের মাধ্যমে শিলিগুড়িতে জঙ্গল টি সাফারি চালু করা হয়. সোমবার শিলিগুড়ি জংশন স্টেশন থেকে এই নতুন সাফারি চালু করা হয়েছে। এখন থেকে প্রতিদিন বিকেলে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে রংটং স্টেশন অবধি যাবে টয় ট্রেন। পুরোনো দিনের স্টিম ইঞ্জিন দিয়ে এই ট্রেন চালানো হবে। ট্রেনে থাকছে আধুনিক মানের ডাইনিং কোচ।
যেখানে বসে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। রেলের তরফে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ২ টা ৪৫ মিনিট নাগাদ শিলিগুড়ি জংশন থেকে টয় ট্রেনটি ছাড়বে। এরপর তা রংটং অবধি গিয়ে ফের ফিরে আসবে শিলিগুড়ি। কয়েক ঘণ্টার এই সফরে পর্যটকেরা জঙ্গলের স্বাদ উপভোগ করতে পারবেন। সুকনা স্টেশনে ঘুরে দেখতে পারবেন রেলের মিউজিয়াম।
এই সফরের টিকিট মাথাপিছু ৯৭০ টাকা। তবে পর্যটনের মরশুমে টিকিটের দাম বাড়তে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগেও জঙ্গল সাফারি চালু হলেও পরে যাত্রী না থাকায় সেই সাফারি বন্ধ হয়ে যায়। তবে এবার স্টিম ইঞ্জিন থাকছে এই সাফারিতে। যা স্বাভাবিকভাবে সমতলে খুব কম চলে। ফলে সেই স্টিম ইঞ্জিন ও ডাইনিং কারের টানে পর্যটকেরা আসবেন বলে আশাবাদী রেল কর্তারা।পর্যটকদের জন্য পুজোর মুখে পাহাড়ে বাড়ছে একের পর এক আকর্ষণ। এই ‘জঙ্গল টি সাফারি’ ছাড়াও উত্তরবঙ্গের ডুয়ার্সে চালু হয়েছে একেবারে অত্যাধুনিক ট্রেন। যার নাম ‘ভিস্তাডোম’। তাই পুজোর ছুটি কাটাতে বেরিয়ে আসতেই পারেন এই জঙ্গল সাফারিতে।