তৃতীয় টেস্টে এক ইনিংস ও ৭৬ রানে পরাজিত হলো ভারত । প্রথমে টস জিতে ব্যাট নিয়ে বিপদে পরে ভারতীয় দল মাত্র ৭৮ রানে সবাই আউট হয়ে যায় । পরে ইংল্যান্ড ব্যাট করতে নেমে জাঁকিয়ে বসে । অধিনায়ক জো রুটের সাত রান সহ তারা ৪৩২ রানের চ্যালেঞ্জ তুলে দেয় ভারতকে ।
শুরুতেই রাহুল আউট হলেও খেলা ধরেন রোহিত শর্মা এবং পূজারা । পরে রোহিত আউট হলে বিরাট কোহলি ফের খেলা ধারার চেষ্টা করেন তৃতীয় দিনে । কিন্তু চতুর্থ দিনের শুরুতেই বিপাকে পরে ভারত । পূজারা আগেরদিনের করা ৯১ রানেই আউট হয়ে যান এরপর উইকবেট যায় কোহলির । অনেকদিন বাদে অর্ধশত রান করেই আউট হন তিনি । এরপর জাদেজা কিছুটা খেলা ধরলেও শেষ পর্যন্ত ২৭৮ এ সবাই আউট হয়ে যান।