০৫ অক্টোবর, ২০২৩

Sports: ঘরে ফিরলেন রোনাল্ডো!
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ফুটবল দুনিয়ার অন্যতম উইথড্রল স্ট্রাইকার । দাপটে জীবনের ১৯ বছর কাটিয়ে দিলেন ফুটবল জগতে । এই পর্তুগিজ, দেশ এবং ক্লাবের হয়ে ডজন ডজন গোল করেছেন এবং করিয়েছেন । বিশ্ব ফুটবলে এক নিঃশ্বাসে যে দুটি নাম উচ্চারিত হয় তাঁরা মেসি এবং রোনাল্ডো । রোনাল্ডোর জীবনের সেরা সময় শুরু করেন ম্যানচেস্টার ইউনিটেড থেকে ।

ওই সময়ে তাঁর গুরু ছিলেন বিশ্বখ্যাত কোচ স্যার আলেক্স ফার্গুসন । তাঁর হাত ধরেই তরতর করে সেরার শিরোপা পেয়েছিলেন রোনাল্ডো । ইংল্যান্ড দেশের প্রতি রোনাল্ডোর বরাবরই একটা দুর্বলতা ছিল কিন্তু বিশাল টাকার টোপে তিনি স্পেনের রিয়েল মাদ্রিদে যোগ দেন সেখানে ৮ বছর খেলে চলে যান ইতালির বিখ্যাত দল জুভেন্টাসে ।

তবে জুভেন্টাসে মোটেই খুশি ছিলেন না ফিরতে চাইছিলেন ইংল্যান্ডের কোনও দলে ।কয়েকদিন ধরে শোনা যাচ্ছিলো রোনাল্ডো জুভেন্টাস ছেড়ে ম্যান সিটিতে যোগ দিতে পারেন কিন্তু সেখানেই চমক ছিল । শেষ পর্যন্ত ফিরে  গেলেন নিজের পুরাতন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে । জানা গেলো স্যার ফার্গুসনের ভূমিকা নাকি সিআর ৭ কে ফিরিয়ে আনলো ইংরেজদের মাঠে ।


Follow us on :