Share this link via
Or copy link
২০১৬ তে দুটি পদক পেয়েছিলো ভারত, একটি রুপা এবং একটি ব্রোঞ্জ । এবারে এখনও পর্যন্ত তিনটি পদক এলো ভারতের ঘরে এবং তিন মহিলা খেলোয়াড়ের মাধ্যমে । সি এন পোর্টালে আগেই জানানো হয়েছিল তৃতীয় পদক পাচ্ছে লভ্লিনা বৰগোহাঁই এবং তাই বাস্তব হলো । বক্সিংয়ে ব্রোঞ্জ পেলেন লভ্লিনা । বক্সিংয়ে নানান নিয়ম আছে তার প্রভাবে সুবিধাই পেয়েছে ভারত । সেমিফাইনাল অবধি উঠেছিলেন লভ্লিনা । কিন্তু স্ট্রেট স্টেটে হেরে যান । পরাজিত হন তুরস্কের বুসেনাস সুরমেনির কাছে ।
আজ বেশ কিছুটা ক্লান্ত লাগছিলো লভলিনকে । ০-৫ এ হেরেও যান । কিন্তু রাউন্ড লিগে এগিয়ে থাকার জন্য ব্রোঞ্জ পান তিনি । এই নিয়ে তিন মহিলা চানু , সিন্ধুর সাথে নাম খোদিত হলো লভ্লিনার । এই প্রথম আসামের কেউ অলিম্পিকে পদক পেলেন ।