সুনীল গাভাস্কারের শহরের খেলোয়াড় রোহিত শর্মা । মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও তাঁকে বেশ কিছুদিন ধরে ওয়ান দে ক্রিকেটে ওপেনিং করতে দেখা যাচ্ছে । রোহিত যথেষ্ট নির্ভরশীল ব্যাটসম্যান হওয়া সত্বেও টেস্ট ক্রিকেটে ভরসা রাখতে পারেনি নির্বাচকমন্ডলী । অস্ট্রেলিয়া সফর থেকে কিন্তু প্রমান হয়েছে ওপেনিংয়ে রোহিত বেশ স্বপ্রতিভ । এবারে ইংল্যান্ডে ৪ টি ইনিংস খেলেছে রোহিত ।
কোনও ইনিংসে খুব খারাপ খেলেনি রোহিত কিন্তু দুর্ভাগ্য তাঁর শেষ মুহূর্তে সেঞ্চুরি করতে পারেন নি । ক্রিকেটের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সুনীল গাভাস্কার জানিয়েছেন, রোহিতের ব্যাট দেখে তিনি মোহিত । মাত্র কয়েকটি রানের জন্য লর্ডসের মাঠে শত রান পান নি তিনি কিন্তু খুব তাড়াতাড়ি রোহিত সেঞ্চুরি করে ফেলবে । রোহিত কিন্তু ছটফট করছে ইডেনে খেলবার জন্য কারণ তাঁর প্রিয় মাঠ ইডেন এবং প্রিয় দর্শক কলকাতার ।