এবার টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের সোনার পদক জয়। শুটিংয়ে সোনা জিতলেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনী। শুধু পদকই নয়, নজির তৈরি করলেন ভারতীয় শুটার। ৬২১.৭ স্কোর করে ফাইনালে পদক জয়েক লক্ষ্যে পৌঁছন ভারতীয় শুটার।
লেখারা ফাইনালে স্কোর ২৪৯.৬, যা ইউক্রেনের Iryna Shchetnik-এর ২০১৮-র ডিসেম্বরে গড়া বিশ্ব রেকর্ডের সমান। শুরুটা ধীরে হলেও প্যারাঅলিম্পিক্সে ১৯ বছর বয়সী শুটার সোনা জিতে বিশ্বরেকর্ড করেন। অবনী লেখারাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের চতুর্থ পদক জয়।
টেবিল টেনিসে ভাবিনাবেন পটেল প্রথম রুপো জেতেন। হাই জাম্পে নিষাদ কুমারও রুপো জেতেন। সোমবার রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। ডিসকাস থ্রোয়ে (এফ ৫৬) পদক জয় তাঁর। বিনোদ কুমারও পদক জিতেছেন বলে রবিবার জানা গিয়েছিল। তবে সেই খেলার ফলাফল ফের পর্যালোচনা করা হবে ।