ব্রেকিং নিউজ
Afghanistan: কাবুল বিমানবন্দরে ছোঁড়া রকেট আকাশেই ধ্বংস করলো আমেরিকা
Home10Afghanistan: কাবুল বিমানবন্দরে ছোঁড়া রকেট আকাশেই ধ্বংস করলো আমেরিকা
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-08-30 19:09:04
কাবুলঃ তালিবানদের আগেই হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে রকেটগুলোকে আকাশেই ধ্বংস করা হল। এর সত্যতা হোয়াইট হাউজ থেকে নিশ্চিত করা হয়েছে।
সোমবার সকালে আফগান সংবাদমাধ্যমে খবর, একটি গাড়ি থেকে পাঁচটি রকেট ছোড়া হয়, যার লক্ষ্য ছিল কাবুলের বিমানবন্দর অভিমুখে। ওই রকেটগুলোকে আকাশেই ধ্বংস করে আমেরিকা। এর আগে রবিবার বিমানবন্দরের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আমেরিকা।
হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। এক রিপোর্ট অনুযায়ী, হামলা চলে বিমানবন্দরের অদূরে খোরশিদ বিশ্ববিদ্যালয়ে চত্বরের কাছাকাছি একটি গাড়ি থেকে। একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
স্থানীয় এক সাংবাদিক জানাচ্ছেন, লব-জর এলাকার ওই বিশ্ববিদ্যালয় থেকে সকাল পৌনে সাতটা নাগাদ অন্তত ২ টি রকটে ছোঁড়া হয়েছে বিমানবন্দর লক্ষ্য করে। স্থানীয় আরিয়া এলাকার মানুষজন ত্রস্ত। তবে এই রকেট হামলায় প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।