ব্রেকিং নিউজ
Big Breaking : তালিবানদের সঙ্গে প্রথম রাজনৈতিক বৈঠকে ভারত
Home10Big Breaking : তালিবানদের সঙ্গে প্রথম রাজনৈতিক বৈঠকে ভারত
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-08-31 18:23:28
কাতারঃ এবার ভারতের সঙ্গে প্রথম রাজনৈতিক বৈঠকে বসল তালিবান। মঙ্গলবার কাতার এর দোহায় ভারতীয় দূত দীপক মিত্তাল এর সঙ্গে বৈঠক হয় তালিবানদের রাজনৈতিক উপদেষ্টা শের মোহাম্মদ আব্বাস সেনখাইজাই।
বৈঠকে স্থির হয়েছে আগামী দিনে আফগানিস্তানের মাটি কোনও ভাবেই ভারত বিরোধী কাজে ব্যবহৃত হবে না। ভারতের সব প্রজেক্ট চলবে আফগানিস্তানে। সেখানে ভারতীয় নাগরিক ও দূতাবাস , ভবন সব সুরক্ষিত থাকবে। এখন দেখার বিষয়, তালিবানদের কথার সঙ্গে কাজের কতটা মিল থাকবে।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত আর কাতার এর মধ্যে যোগাযোগের রয়েছে। সংঘর্ষ সমাধানের জন্য কাতারের বিশেষ রাজদূত মুতলক বিন মাজিদ আলি এই মাসের শুরুতে নয়া দিল্লি এসেছিলেন। সেই সময় ভারতকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কাতারে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন।
এদিকে আফগানিস্তান এর বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার অফিসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বৈঠক করার নির্দেশ দিলেন বিদেশমন্ত্রকের অফিসারদের।
আফগানিস্তানের পরিস্থিতি, করণীয় কর্তব্য,ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এখন থেকে বিদেশমন্ত্রক এর কর্তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেই দপ্তরের সবুজ সংকেত অনুসারে পদক্ষেপ নিতে হবে আফগানিস্তান নিয়ে।