বিনোদন মুক্তি পেল আলিয়া ভাটের ছবি রাজি-র ট্রেলার By admin - April 10, 2018 0 22 Share on Facebook Tweet on Twitter tweet মুক্তি পেল আলিয়া ভাটের আগামী ছবি রাজি-র ট্রেলার। ছবির পরিচালক মেঘনা গুলজার। ১৯৭১-এ ভারত-পাক যুদ্ধ চলাকালীন এক কাশ্মীরী তরুণীকে বিয়ে দিয়ে পাকিস্তানে পাঠানো হয়। তাঁর জীবনের ভিত্তিতে এগিয়েছে গল্প।