চমক মনোনয়ন পেশেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের প্রস্তাবকদের মধ্যে একজন চৌকিদার, একজন কাশীর ডোমরাজার ছেলে, এক প্রবীণ সংঘকর্মী, স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল। শুক্রবার কালভৈরবের মন্দিরে পুজো দিয়ে বারাণসীর জেলাশাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন মোদি। সঙ্গে অমিত শাহ, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, যোগী আদিত্যনাথরা তো ছিলেনই, ছিলেন এনডিএ-র বড় বড় নেতারা। বিহারের নীতীশ কুমার, রামবিলাস পাসোয়ান, পাঞ্জাবের প্রকাশ সিং বাদল, শিবসেনার উদ্ধব ঠাকরে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, তামিলনাডুর উপমুখ্যমন্ত্রী ও পনিরসিলভম, অসমের হিমন্ত বিশ্বশর্মা। অমিত শাহ টুইটে লিখেছেন, এনডিএ পরিবারকে ধন্যবাদ। শক্ত এনডিএ মানেই হল ভারতের ভালো।