হাতে সময় কম। এবার ড্রোন পাঠিয়ে উদ্ধার করা হল এক কিশোরীকে। গ্রেফতার করা হয় সেই অভিযুক্তকেও। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বোস্টনে। আচমকাই পুলিশের কাছে ৯৯৯ তে ফোন আসে। এক কিশোরী ভয়ার্ত গলায় জানায় তাকে এক ব্যাক্তি ধর্ষণের চেষ্টা করছে। বিবিসি সূত্রে জানা গেছে, ফোন ওই কিশোরী জানিয়েছিল, বর্তমানে জায়গার সঠিক অবস্থান তার জানা নেই। বোস্টনের লিঙ্কনশায়ারের এক অচেনা জায়গায় রয়েছে সে। সেখানে তার সঙ্গীকে তাকে ধর্ষণ করেছে। কিশোরীর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ ধারণা করে, সেটি একটি কারখানা এলাকা হবে। এরপর পুলিশ থার্মাল ক্যামেরা (যে ক্যামেরা তাপ শনাক্ত করতে পারে) বসানো একটি ড্রোন পাঠিয়ে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করে। ওই ড্রোনের সাহায্যে ওই ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়। তারপরেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
High risk missing girl contacts police states she been raped & is still with the offender. Describes location thought to be huge old industrial complex surrounded by 8ft fence. Our #thermal #drone makes the find in mins. Officers guided in. 1 in custody and child safeguarded. pic.twitter.com/Vv3uULzVW1
— Lincs Police Drones (@lincsCOPter) October 6, 2018