Virat Kohli

অতীত থেকে শিক্ষা। দক্ষিণ আফ্রিকা সফরে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে দেরি হওয়ায় টেস্ট সিরিজটা হাতছাড়া হয়েছিল ভারতের। সেই ভুলের পুনরাবৃত্তি চান না বিরাট কোহলি। আসন্ন ইংল্যান্ড সফরকে খুব গুরুত্বের সঙ্গেই দেখছেন তিনি। তাই এবার আগেভাগেই দেশের প্রয়োজনে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাচ্ছেন। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কন্ডিশনিং উইকেট ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সারের হয়ে ইংলিশ কাউন্টিতে খেলবেন তিনি। রীতিমতো ন্যূনতম পারিশ্রমিকের বিনিময়ে সারের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সারে কাউন্টি কর্তৃপক্ষ অবশ্য কোহলিকে দলে পেয়েই ভীষণ খুশি। ‘কোহলির অংশগ্রহনে এবারের কাউন্টি ক্রিকেট বাণিজ্যিক দিক থেকেও লাভবান হবে। কোহলি আসায় ইংলিশ কাউন্টি মৌসুম নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আকর্ষণ কাজ করবে। আমরা ভীষণ উপকৃত হব। অন্যদের তুলনায় আমাদের ব্যাটিং-শক্তি অনেকগুণ বেড়ে যাবে।’এমনটাও জানিয়েছেন কর্মকর্তারা। কিন্তু সবকিছু ছাপিয়ে, বিরাটের জেতার খিদে কতটা বিরাট, সেটা আবার প্রমাণিত হল।